১। Health Economics বা স্বাস্থ্য অর্থনীতি বিষয়টা আসলে কী?
২। এই সাবজেক্টে পড়লে প্রতি সেমিস্টারে কতটি কোর্স পড়তে হয় এবং কী কী ধরণের কোর্স পড়তে হবে? স্বাস্থ্য এবং অর্থনীতির সাথে কতটি কোর্স সম্পর্কিত?
স্বাস্থ্য অর্থনীতির অনার্স প্রোগামটি চার বছরের। এই চার বছরের প্রোগ্রামটি প্রত্যেক একাডেমিক ইয়ারে ২ টি সেমিস্টার করে মোট ৮ টি সেমিস্টার বিভক্ত। ৪ বছরে মোট ৩৫ টি কোর্স পড়তে হয় যা সর্বমোট ১৪০ ক্রেডিট আওয়ার এর সমান। প্রথম তিন বর্ষের ৬ টি সেমিস্টার এর প্রত্যেকেটি তে ৪ টি করে কোর্স আছে। ৪র্থ বর্ষের ৭ম ও ৮ম সেমিস্টার এ ৫টি করে কোর্স আছে। এছাড়া প্রতি বছর শেষে একজন শিক্ষার্থীকে ভাইভায় অংশগ্রহণ করতে হয়। চার বছরে চারটি ভাইভার সম্মিলিত মোট নম্বর (২৫×৪) ১০০ নম্বর। যা একটি স্বতন্ত্র কোর্স হিসেবে বিবেচিত হয়। এই ভাইভার মূল্যয়ন সর্বমোট ১০০ মার্ক এর মাঝে করা হয়, যা একটি আলাদা কোর্স হিসাবে গনণা করা হয়। সব মিলিয়ে অনার্সে (৬*৩+২*৫+১)-৩৫ টি কোর্স আছে।
স্বাস্থ্য অর্থনীতির মাস্টার্স প্রোগামটি ১ বছরের, যা ২ সেমিস্টার এ বিভক্ত। প্রত্যেক সেমিস্টার এ ৫ টি করে মোট ১০ টি কোর্স আছে যা ৪০ ক্রেডিট আওয়ার এর সমান। প্রতিটি সেমিস্টারে ৪টি বাধ্যতামূলক এবং ১ টি ঐচ্ছিক কোর্সের ব্যবস্থা রয়েছে
৩। পড়ালেখার চাপ কেমন? ভালো CGPA তুলতে চাইলে কীধরণের প্রতিবন্ধকতা আসতে পারে?
৪। গণিতে দূর্বল বা গণিত ভয় পেলে এই সাবজেক্টটি নির্বাচন করা কি ঠিক হবে?
৫। "বিজ্ঞান" নাকি "মানবিক"- কোন বিভাগের শিক্ষার্থীরা রেজাল্ট ভালো করার ক্ষেত্রে বেশি সুবিধা পায়?
৬। প্রতিটি সেমিস্টারে প্রতিটি কোর্সের নম্বর বন্টন এবং গ্রেডিং সিস্টেম সম্পর্কে জানতে চাই।
৭। কোনো কোর্সে Fail করলে improvement নেওয়ার কোনো সিস্টেম আছে কি?
৮। অনার্সের ভাইভা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
৯। Disaster Management, Population Science, Anthropology, Criminology, History etc. Subjects রেখে Health Economics-কে নির্বাচন কী বুদ্ধিমানের কাজ হবে?
১০। এই সাবজেক্টে পড়লে গবেষণার জন্য কীধরণের সুযোগ-সুবিধা পাওয়া যেতে পারে?
১১। Health economics বিষয় নিয়ে পড়ালেখা শেষে বাইরের দেশে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ-সম্ভাবনা কেমন?
১২। দেশে কোন কোন সেক্টরে ক্যারিয়ার গড়তে পারবো?
১৩। Health Economic- সম্পর্কিত dedicated job sectors/research sectors/higher studies sectors গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
১৪। বিশেষ কোনো প্রতিষ্ঠানে Internship করার সুবিধা আছে কি?
১৫। দেশে গবেষক হিসেবে ক্যারিয়ার গঠন করতে বিশেষ কোনো সুযোগ/সুবিধা পাবো কি?
১৬। পড়ালেখা শেষ করে Institute-এ শিক্ষক হিসেবে যোগদানের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই।
১৭। একাডেমিক পড়ালেখার পাশাপাশি BCS বা সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব কি?
১৮। সাবেক শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতার চিত্র কেমন?
১৯। Institute এর সিনিয়ররা কেমন আচরণ করেন? বা কোনো ধরণের Rag দেয়া হয় কিনা?
২০। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক কেমন?
২১। Institute of Health Economics এর বিশেষ কয়েকটি ভালো দিক সম্পর্কে জানতে চাই।
২২। Institute of Health Economics এর বিশেষ নেতিবাচক দিকগুলো জানতে চাই।
২৩। iHE অন্যান্য Institute/Department থেকে কোন দিকগুলোতে একেবারে স্বাতন্ত্র্য?