Tamanna Alam (8th)
Sumaya Trisha (8th)
Waheed Chowdhury (8th)
Rasedul Islam Rasel (8th)
Kudrot-E-Elahi (8th)
Mahin Zaman Labib (8th)
মেনটরিং এর কাজ করা।
সুন্দরভাবে নতুন সদস্যদের হাতে দায়িত্ব বন্টন করা।
ডোনেশন এর ব্যবস্থা করা।
কন্টেন্ট তৈরীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করা।
Fariha Nowshin (9th)
S M Rakib (10th)
Anonnoma Chowdhury (10th)
Shahriar Tasin (11th)
Tonny Akter (11th)
Study Forum এর ফান্ড বা ডোনেশনের সব হিসাব নিকাশ অনলাইন excel sheet এ নিয়ম মাফিক আপডেট করা।
কেউ যদি online channel এ donation দিতে চায় তবে সেটি bkash account এর মাধ্যমে গ্রহণ করা।
ক্যাশ টাকা ডোনেশনের ক্ষেত্রে- টাকার পরিমাণ অনেক বেশি হলে সেই টাকা finance team member দের সবাইকে ভাগ করে দেয়া টাকা আমানত হিসেবে জমা রাখার জন্য। মূলত এভাবে একজনের কাছে বেশি টাকা জমা রাখার রিস্কটা সবার মাঝে বন্টন করা হবে।
Study Forum এর সামনের সব কাজের জন্য যে টাকার প্রয়োজন হবে সেই টাকা finance team এর থেকে বিল আকারে প্রদান করা। অর্থাৎ formally কড়াভাবে হিসাব নিকাশ রাখা।
Finace team প্রতি মাসে study forum committee কে মাসিক রিপোর্ট প্রদান করবে।
সামগ্রিক বার্ষিক বাজেট প্ল্যানিং এবং বাজেটের নতুন নতুন সেক্টর বের করাটাও finance team এর অন্যতম প্রধান কাজ হবে।
Jubayer Hossain Shahed (9th)
Nowshin Fariha (9th)
Inzamul Hoque Abir (9th)
Sanjida Parvin (9th)
প্লাটফর্মের সার্বিক কার্যপরিচালনার দেখভাল করা।
প্রতিটি টিমের কাজ তদারকি করা।
ফান্ডের সঠিক ও কার্যকরী ব্যবহার নিশ্চিত করা।
Inzamul Hoque Abir (9th)
Sabrina Isalm Srishty (10th)
S M Rakib (10th)
Soudia Alam Maliha (11th)
আমাদের planning book দেখে year-round programs গুলো ওই বছরের কোন কোন মাসে করলে ভালো হয় সেটা নির্ধারণ করবে।
প্রোগ্রামগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কত টাকা বাজেট লাগতে পারে সেটার প্ল্যানিং/ড্রাফ Finance Team কে প্রদান করবে।
vanue, manu, decorations etc সেট করবে সোজা কথায় Event management এর সব ধরণের কাজ করবে আর কি।
Jawad Shamas (10th)
Shuhrat Bhuiyan (10th)
যে কোনো occasion এর জন্য bulk invitation mail করা বা Study forum এর পক্ষ থেকে important info delegate করা (through mail, sms or messenger chat or other media)
Facebook group এ occational post দেয়া
Fresher’s দের সাথে communication build up করার জন্য initial steps গুলো নেয়া।
যে কোনো প্রতিষ্ঠান বা গন্যমান্য ব্যক্তির সাথে যদি আমাদের interact করতে হয় সেগুলো ম্যানেজ করা।
যদি ভবিষ্যতে press এর সাথে বা অন্য কোনো media র সাথে interact করতে হয় সেগুলো deal করা।
অনলাইনের motivation sessions গুলোর সঞ্চালনার কাজ করা।
Study Forum এর উদ্যোগে লিখা যে কোনো academic writing বা contents গুলোর final review করা।
Jubayaer Hossain Shahed (9th)
S M Rakib (10th)
Shahriar Tasin (11th)
Era Alam (11th)
Susmita Momtaz (11th)
এই টিমের মহৎ উদ্দেশ্যই হচ্ছে পড়ানো বা স্টাডি রিলেটেড যত গুরুত্বপূর্ণ information পরের জেনারেশনগুলোকে জানানো যায়। (বই, ক্লাসনোট, ওয়েবসাইট, মার্ক ডিস্ট্রিবিউশন etc important info আরকি)
Online/offline স্টাডি সেশন আয়োজনের দায়িত্ব নেয়া।
সবার পড়ালেখা সহজ করার জন্য এবং ভালো রেজাল্ট বা ক্যারিয়ারের জন্য সব ধরণের ইনোভেটিভ ব্যাপার স্যাপার ডিল করবে আরকি।
Sanjida Parvin (9th)
Sirazum Munira Raiyan (10th)
Shoron Debnath (10th)
Tasneem Aneeka (10th)
গুরুত্বপূর্ণ টপিকগুলোর pdf content তৈরীতে সক্রিয় ভূমিকা রাখা।
আামদের video content তৈরীতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া বা স্ক্রিপ্ট রাইটিং এ হেল্প করা।
Study Forum এর জন্য research paper bank তৈরী করা এবং research related কাজ নিয়ে ডিল করা।
Tutors' Team এই টিমের সাথে jointly কাজ করবে।
S M Rakib (10th)
Shariar Tasin (11th)
আমাদের website management করা।
সময়মাফিক question bank আপডেট করা।
Class notes manage করা
Online library + Donated Old books manage করা
Study forum এর capital resources like (white board, board stand, camera stand etc.) এর দেখভাল করা।
Mahin Zaman Labib (8th)
গ্রাফিকস ডিজাইনের সার্বিক কাজ পরিচালনা করা বা দেখভাল করা।